বিশ্বকাপ বাছাই: শেষ দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার

কোচ লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি
ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসিকে কেন্দ্র করেই প্রকাশ করা হয়েছে আকাশী-নীলদের এবারের স্কোয়াড। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে লড়াই করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন কোচ লিওনেল স্কালোনি।

দলে চমক হিসেবে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ দলে থাকলেও বাদ পড়েছেন অ্যাঞ্জেল কোরেয়া ও ফাকুন্দো মেদিনা।

আরও পড়ুন:

নিষিদ্ধ থাকার কারণে দলে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের। এছাড়া স্কালোনির দলে নেই আলেহান্দ্রো গার্নাচো।

ইনজুরির কারণে আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না পাওলো দিবালা।

৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ইকুয়েডর।

সেজু