দলে চমক হিসেবে আছেন পালমেইরাসে খেলা হোসে ম্যানুয়েল লোপেজ। হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ দলে থাকলেও বাদ পড়েছেন অ্যাঞ্জেল কোরেয়া ও ফাকুন্দো মেদিনা।
আরও পড়ুন:
নিষিদ্ধ থাকার কারণে দলে জায়গা হয়নি এনজো ফার্নান্দেজের। এছাড়া স্কালোনির দলে নেই আলেহান্দ্রো গার্নাচো।
ইনজুরির কারণে আগে প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না পাওলো দিবালা।
৪ সেপ্টেম্বর ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। পরের ম্যাচ ৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ইকুয়েডর।