ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে জয় পেলো ফ্রান্স, পর্তুগাল ও ইংল্যান্ড

ম্যাচে ব্রুনো ফার্নান্দেস ও ক্রিশ্চিয়ানো রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ইউরোপিয়ান অঞ্চলের ম্যাচে জয় পেয়েছে তিন হেভিওয়েট দল ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ড। ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ছিলো আইসল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ড মাঠে নেমেছিলো সার্বিয়ার বিপক্ষে, পর্তুগালের ম্যাচ হাঙ্গেরির বিপক্ষে।

আইসল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় পেয়েছে ১০ জনের ফ্রান্স। ম্যাচের ২১ মিনিটে গুডজনসনের গোলে এগিয়ে যায় আইসল্যান্ড। ম্যাচের ৪৫ মিনিটে কিলিয়ান এমবাপে এবং ৬২ মিনিটে ব্র্যাডলি বারকোলার গোলে নিশ্চিত হয় ফ্রান্সের জয়।

আরও পড়ুন:

সার্বিয়ার বিপক্ষে অবশ্য গোল উৎসব করেছে ইংল্যান্ড। থ্রি লায়ন্সদের পক্ষে গোল করেন হ্যারি কেইন, ননি মাদুয়েকে, এরজি কোনশা, মার্ক গেহি এবং মার্কাস রাশফোর্ড।

রাতের অন্য ম্যাচে হাঙ্গেরিতে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। গোল পেয়েছেন পর্তুগিজদের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। টানটান উত্তেজনার ম্যাচে ৮৬ মিনিটে গোল করে পর্তুগালের জয় নিশ্চিত করেন হোয়াও ক্যান্সেলো।

এফএস