চট্টগ্রামে মাছের চাহিদার ৪০ থেকে ৪৫ শতাংশ সামুদ্রিক মাছে পূরণ হয়। কিন্তু সাগরে মাছ ধরা বন্ধ থাকায় হিমাগারের মাছেই চাহিদা মিটছে।
আজ (শুক্রবার, ৯ মে) নগরের কর্ণফুলী বাজারে দেখা যায়, রূপচাঁদা দেশি কেজি প্রতি বিক্রি হচ্ছে ১০০০, যা গত মাসে ছিল ৯০০ থেকে ৯৫০ টাকা; সুরমা ৬৫০-৬৮০, যা গত মাসে ছিল ৬০০; পোয়া ৪৮০ গত মাসে ৪০০-৪২০; কোরাল ৭০০-৭৫০, যা গত মাসে ৭২০ থেকে ৭৩০ টাকা ছিল। এ ছাড়া, আধা কেজির ইলিশ হাজার টাকায় আর দেড় কেজির ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।
সামুদ্রিক মাছের যোগান কমায় চট্টগ্রামের বিভিন্ন মাছের বাজারে পুকুর এবং হাওর অঞ্চলের মাছের সরবরাহ ও চাহিদা বেড়েছে। এতে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দামও বেড়েছে। তেলাপিয়া ১৪০ থেকে ২০০ টাকা, পাঙাশ ১২০ থেকে ১৬০ টাকা, রুই-কাতল, মৃগেল আকারভেদে ২০০ থেকে ৫০০ টাকা, পাবদা ৪২০ থেকে ৫০০ টাকা এবং চিংড়ি ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।