আটককৃতরা হলেন মতিউর রহমান (৪৫) পিতা-মৃত খোকা মোহাম্মদ, সাং-নাগরবাড়ী; মো. রফিকুল ইসলাম (৩৮) পিতা-মৃত আশরাফ আলী সাং-মানিকপাড়া, মো. সামিউল ইসলাম (৩৫) পিতা-মৃত নুর মোহাম্মদ সাং-রতনুর; মো. নুরজামাল (৪০) পিতা-মো. মনছুর আলী সাং-ওকড়া, সর্ব থানা-বিরল; মো. রমজান আলী (২৩) পিতা-মো.আইয়ুব আলী সাং-বড় সুলতানপুর; মো. আরমান আলী (২৫) সাং-মোবারকপুর, মো. কাজল ইসলাম (২০) উভয় পিতা-মো. মাজেদুর রহমান; মোঃ নাঈম হোসেন (২৩) পিতা-মৃত আজিজুর রহমান; মো. রিপন ইসলাম (২৭) পিতা-মো. সাহাজুল ইসলাম সাং-গোপালপুর, সর্ব থানা-বোচাগঞ্জ, সর্ব জেলা -দিনাজপুর।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, ‘৯ জন বাংলাদেশি নাগরিক বিভিন্ন সময়ে ভারতে কাজের জন্য যান। কাজ শেষে বাংলাদেশে ফেরত আসার সময় শুক্রবার সকালে বিএসএফের হাতে আটক হন। পরে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।’
তিনি জানান, সন্ধ্যা সাতটায় কিশোরগঞ্জ সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার সুবেদার সাইফুল ইসলাম আটক ব্যক্তিদের বিরল থানায় হস্তান্তর করেছেন। আটক ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন। শনিবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল–হাজতে পাঠানো হবে।