দিনাজপুরের ঘোড়াঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ৫, আহত ১৫

দিনাজপুর
দুর্ঘটনায় কবলিত বাস
এখন জনপদে
0

দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা আম ও বালু বোঝাই দুটি ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে নাবিল পরিবহন নামের একটি বাসের পাঁচ যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

আজ (শনিবার, ১৪ জুন) ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট পৌরশহরের নূরজাহানপুর এলাকার এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস বিকল দুটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে ঘটনাস্থলে পাঁচজন নিহত হয়।

এসএস