পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ধরমপুর ইউনিয়ন বিএনপির সার্চ কমিটি গঠন নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম আলমের অনুসারী মিঠু ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর অনুসারী শামসুলের কর্মীরা বৈঠকে বসেন।
কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপযার্য়ে স্থানীয় বিএনপি নেতা মিঠু ও শামসুলের কর্মী সমর্থকদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত তিনজন আহত হয়েছেন।
পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর থেকে ইউনিয়ন এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, ‘থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’