সিলেটের জৈন্তাপুর সীমান্তে ৩১ জনকে ‘পুশ ইন’

সিলেট সীমান্তে পুশ ইনের পর বিজিবির আটক
এখন জনপদে
0

সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৭ বাংলাদেশি ও ১৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে ঠেলে দিয়েছে। এরপর এ ৩১ জনকে আটক করে  আটক করে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন লালাখাল সীমান্তের বাগছড়া এলাকা থেকে ১৪ জন রোহিঙ্গাকে আটক করা হয়। তারা মিয়ানমারের নাগরিক এবং কয়েক বছর আগে কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে ভারতে গিয়েছিল। বিএসএফ তাদের বাংলাদেশে ‘পুশ ইন’ করে। আটকদের মধ্যে ৪ পুরুষ, ৪ নারী ও ৭ জন শিশু রয়েছে।

এদিকে ভোরে একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরো ১৭ জন বাংলাদেশিকে ‘পুশ ইন’ করে বিএসএফ। আটকদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৭ জন শিশু রয়েছে এবং তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিজিবি আরো জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে, সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে এবং ‘পুশ ইন’ ইস্যুতে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

এসএইচ