আজ (শুক্রবার, ১১ জুলাই) মাসব্যাপী ‘জুলাই পথযাত্রা’র অংশ হিসেবে যশোর কোর্ট মোড়ের পদযাত্রায় তিনি এসব কথা বলেন।
এনসিপির এই নেতা আরও বলেন, ‘আমাদের পরিকল্পিতভাবে নির্বাচন থেকে সরিয়ে দেয়া হচ্ছে। বলছে, আমরা নির্বাচন চাই না। তবে আমরা সংস্কার, নির্বাচন ও বিচার সব কিছুই চাই। নির্বাচন কমিশনের উপর সন্দেহ তৈরি হচ্ছে। কেউ বিদেশ থেকে রেফারি নিয়ন্ত্রণ করে খেলতে চায়। তাদের বলব দেশে আসুন, সামনাসামনি নিয়ম মেনে খেলুন।’
এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, ‘অনেকেই বলছেন, সংবিধানে জুলাই ঘোষণাপত্র যুক্ত করা যাবে না। গণপরিষদের মাধ্যমে জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করা সম্ভব।’ তিনি অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনার বিচারের ট্রাইব্যুনালের গতি কম।’