গোপালগঞ্জের হামলার জবাব দ্বিগুণ গতিতে দেয়া হবে: নাহিদ ইসলাম

গোপালগঞ্জ
বক্তব্য দিচ্ছেন নাহিদ ইসলাম
রাজনীতি
এখন জনপদে
0

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের নাম পাল্টাতে আসিনি, এসেছি গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। আজকের হামলার জবাব দ্বিগুণ গতিতে দেয়া হবে।

আজ (বুধবার, ১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, ‘গোপালগঞ্জ যাতে মুজিববাদীদের আস্তানা না হয়ে উঠতে পারে, সেজন্য প্রতিরোধ গড়ে তোলা হবে। সন্ত্রাসীদের কোনো আশ্রয়-প্রশ্রয় দেয়া হবে না। গোপালগঞ্জ পুনরুদ্ধার করা হবে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা আবারো ফিরে আসব। নিজের হাতে সন্ত্রাসীদের প্রতিহত করব।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আজ গোপালগঞ্জে এসেছি দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা এসেছি শান্তি আর দেশ গড়ার আহ্বান নিয়ে।’

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক আরও বলেন, ‘প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণঅভ্যুত্থানের সময় বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দেব ইনশা আল্লাহ।’

এর আগে, দুপুরে গোপালগঞ্জ পৌর পার্কে সমাবেশস্থলে রাখা চেয়ার, প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জামে ভাঙচুর চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

এনসিপির ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। কোটালিপাড়া থেকে গোপালগঞ্জ সড়কের একাধিক স্থানে গাছ ফেলে অবরোধ করা হয়। এতে ভোজেরগাতি বাজার, কাঠি বাজারসহ পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়া এলাকায় পুলিশের দুটি গাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। তাদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পংসুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিবুল হাসানের গাড়িতেও হামলা চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা এসব হামলার পেছনে জড়িত। এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রা বানচালের উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এনএইচ