বাবা-ছেলেসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, ৫০০ পিস ইয়াবা উদ্ধার

মানিকগঞ্জ
আটক তিনজন
অপরাধ
এখন জনপদে
0

মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ বাবা-ছেলেসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (শনিবার, ১৯ জুলাই) রাতে উপজেলার যুগিন্দা দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।

আজ (রোববার, ২০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—দৌলতপুর উপজেলার যুগিন্দা গ্রামের নূর ইসলাম খান (৪৮), তার ছেলে আরিয়ান খান (২৬) এবং একই গ্রামের শামীম শেখ (২৬)।

পরিদর্শক মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে নূর ইসলাম খানের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তিনজনকে হাতেনাতে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য আনুমানিক দেড় লাখ টাকা।

আটকদের বিরুদ্ধে দৌলতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

এনএইচ