ময়মনসিংহে ৮ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল র‌্যাবের সিলগালা

অনুমোদনহীন হাসপাতালে র‍্যাবের সিলগালা
এখন জনপদে
0

ময়মনসিংহে অনুমোদনহীন ৮ প্রাইভেট ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করেছে র‍্যাব। ক্লিনিক মালিক, দালালসহ ৮ জনকে বিভিন্ন মোয়াদে কারাদণ্ড দেয়ার পাশাপাশি ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহের চড়পাড়ার ভ্রাম্য পল্লীর প্রায় এক কিলোমিটার এলাকার মধ্যে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে অন্তত কয়েকশ’ ডায়াগনস্টিক সেন্টার, বেসরকারি হাসপাতাল, যার অধিকাংশই অনুমোদনহীন।

আজ (বুধবার, ১৩ আগস্ট) সকাল থেকে অভিযানে নামে র‍্যাব-১৪। দেখা যায়, ইসিজি রুমে ভর্তি সিজারিয়ান রোগী। নোংরা পড়ে আছে অপারেশন থিয়েটার।

আরও পড়ুন:

সরকারি মেডিকেলের সেবা নিতে আসা রোগীদের এসব মানহীন ক্লিনিকে ভাগিয়ে নিয়ে আসতো দালাল চক্র।

র‍্যাব-১৪ কোম্পানি কমান্ডার মো. শামসুজ্জামান বলেন, ‘এর সাথে দালাল চক্র জড়িত। যারা মেডিকেলে ভালো চিকিৎসা বাদ দিয়ে এখানে নিয়ে আসে। এখানে তারা টাকা দেয় কিন্তু ভালো চিকিৎসা পায় না। এ ধরনের কাজ যেন পরবর্তীতে আর না হয় তার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রাখবো আমরা।’

এ সময় আটটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৭ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। আটজনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা।

ইএ