কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

নারীর মরদেহ উদ্ধার
এখন জনপদে
0

কুষ্টিয়ার কুমারখালীর কালিগঙ্গা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর নাছিমা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কুমারখালী থানার অফিসার ইনচার্জ খন্দকার জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাছিমা বেগম উপজেলার বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া ভূমিহীন এলাকার বাসিন্দা এবং মহেদ আলীর স্ত্রী তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল রাতে নাছিমা বেগম ও তার স্বামী মহেদ আলীর সঙ্গে বাড়ির পাশের কালিগঙ্গা নদীতে গোসল করতে যান। কিছু সময় পর হঠাৎ তাকে আর দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বামী।

আরও পড়ুন:

একপর্যায়ে নিখোঁজ হওয়ার সাত ঘণ্টা পর আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) সকাল ৮টায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

সেজু