আজ (বুধবার, ১০ সেপ্টেম্বর) শহিদ শামসুদ্দিন হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।এসময় হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিয়মের ব্যাপারে কোনো ধরনের ছাড় না দেয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশনা দেন তিনি।
ডিসি সারওয়ার আলম আরও বলেন, ‘হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে যেসব মেডিকেল যন্ত্রপাতির ঘাটতি রয়েছে, সেগুলো দ্রুত কেনার ব্যবস্থা নিতে হবে।’
আরও পড়ুন:
পরে তিনি নবনির্মিত জেলা হাসপাতাল ভবনও পরিদর্শন করেন এবং এটি দ্রুত চালু করতে সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের নানা দিক-নির্দেশনা প্রদান করেন।