বিরামপুরে পুকুরের পানিতে ডুবে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুর
মরদেহ
এখন জনপদে
0

দিনাজপুরের বিরামপুরে পুকুরের পানিতে ডুবে অজ্ঞাত (২৭) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার মেইন রাস্তার পাশে ধানহাটি সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরে ছেলেটি তার হাতে থাকা একটি ব্যাগ পুকুর পাড়ে রেখে পুকুরে নেমে যায়।

আরও পড়ুন:

তার কিছুক্ষণ পর পুকুরে তাকে দেখতে না পেয়ে স্থানীয়রা ৯৯৯ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি।

সেজু