মরিচ ২৫ টাকা, আলু ১০ থেকে ১২ টাকা, পেঁয়াজ ৪৫ থেকে ৪৮ টাকা, আদা ৭৫ থেকে ৮০ টাকা ও রসুন ১৪০ থেকে ১৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গাজর ও টমাটোর দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে পাইকারি আড়তের থেকে খুচরা বাজারে প্রতিটি সবজিই বিক্রি হচ্ছে ১০ টাকা থেকে ১৫ টাকা বেশি দামে।
বিক্রেতারা বলছেন চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় কমেছে এসব সবজির দাম। এদিকে ঈদের আগে চাহিদা বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মসলার। চাহিদা বাড়ার সাথে সাথে কিছু কিছু মসলার দামও বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে সাদা এলাচ কেজিতে ৫০০ টাকা বেড়ে ৫ হাজার ৬ টাকায় বিক্রি হচ্ছে। কালো এলাচ ৩ হাজার ২ শ টাকা, জিরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি, দারুচিনি ৫৫০ থেকে ৬০০ ও শুকনো মরিচ ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
এছাড়া বাড়েনি সয়াবিন তেলের দাম। তবে চিনি ও পোলাও এর চালের দাম কেজিতে ১০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। মসলার পাশাপাশি আজকের বাজারে হালিতে ৬ টাকা বেড়ে ৪৪ টাকা হালি বিক্রি হচ্ছে ডিম।