রংপুরে হিন্দু পাড়ায় হামলার ঘটনায় গ্রেপ্তার ৫

গ্রেপ্তার
অপরাধ
0

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বসবাসরত এলাকায় হামলা, ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাতনামা ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় পুলিশ এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে গতকাল (মঙ্গলবার, ২৯ জুলাই) এ সহিংসতার ঘটনা ঘটে। অভিযুক্তরা হিন্দু পাড়ায় ঢুকে ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের ওপর হামলা করে।

এ ঘটনায় শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা দেবেন্দ্র নাথ রায়, গ্রাম আলদাদপুর ছয়আনি পাড়া, থানা গঙ্গাচড়া, জেলা রংপুর বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা করেন। মামলাটি রুজু হয়েছে মামলা নম্বর- ৩৫, তারিখ ২৯/০৭/২০২৫। মামলায় দণ্ডবিধির ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারাসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঘটনার পর থেকে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো যৌথ অভিযান পরিচালনা করে। বুধবার (৩০ জুলাই) দুপুর পর্যন্ত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি সংগ্রহ করা হচ্ছে।

এনএইচ