র্যাব -১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক মো. আশরাফুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপনে খবর পেয়ে ইটনা উপজেলা সদরের পুরান বাজার এলাকা থেকে শহিদুল ইসলামকে আটক করা হয়। তাকে কিশোরগঞ্জ জেলা সদরে আনা হচ্ছে বলেও জানান তিনি।
মো. আশরাফুল কবির জানান, মামলাটি হাতে পাওয়ার পর র্যাবের গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তি বিশ্লেষণে সন্দিগ্ধ আসামি শহিদুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। শনিবার দুপুর সোয়া ২টার দিকে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প, র্যাব-০১ ও সিপিএসসির যৌথ অভিযানে কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পুরান বাজার এলাকার তালুকদার ঠাকুর গেস্ট হাউজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে এবং গাজীপুরের চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে শহিদুল ইসলামের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে বাসন থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকজন যুবক বাদশা নামের এক ব্যক্তিকে চাপাতি দিয়ে আঘাত করে ধাওয়া দেয়। এসময় পাশ থেকে ঘটনাটি ভিডিও ধারণ করছিলেন তুহিন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা শত শত মানুষের সামনে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পরদিন শুক্রবার (৮ আগস্ট) নিহতের বড় ভাই মো. সেলিম বাসন থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধি)।