এর আগে, অভিযোগের ভিত্তিতে গতকাল শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে ইসমাইলকে রানাদিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে গত শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে। ভুক্তভোগী শিশু বাড়ির পাশে নদীতে গোসল করতে যায়। ওই সময় ইসমাইল শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে অশ্লীলভাবে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে। আশপাশে লোকজন নদীতে আসায় ইসমাইল দ্রুত পালিয়ে যায়। ভয়ে শিশুটি বাড়ি ফিরে চুপচাপ থাকে। শনিবার (১৬ আগস্ট) মেয়ের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে তার মা জিজ্ঞাসাবাদ করলে শিশুটি ঘটনাটি খুলে বলে। এরপর শিশুটির বাবা মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ওসি এসএম আমান উল্লাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হবে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি রয়েছে।