পুলিশ জানায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরণ মডেল স্কুল অ্যান্ড কলেজ আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতের নাম রঞ্জন চাকমা। তার স্ত্রীকে আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন:
প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, রঞ্জন চাকমা ও তার স্ত্রী তিন দিন আগে রাঙামাটি থেকে এসে বিরেল চাকমার বাসায় ওঠেন। এ সময় বিরেল চাকমা ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। রাতে বিরেল ও রঞ্জন একসঙ্গে মদ্যপান কালে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে বিরেল চাকমা ধারালো দা দিয়ে রঞ্জনের মাথায় আঘাত করলে তিনি নিহত হন।
মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, নিহতের স্ত্রী পুলিশের কাছে অভিযোগ করেছেন স্বামীকে হত্যার পর তাকে জোরপূর্বক ধর্ষণ করে বিরেল চাকমা। তবে সুযোগ বুঝে তিনি বাসার বাইরে বের হয়ে চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পালানোর সময় পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় গ্রেপ্তার বিরেল চাকমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।