রাজস্ব অধ্যাদেশ বাতিলসহ ৪ দাবিতে এনবিআর ঐক্য পরিষদের কর্মবিরতি

এনআরবি কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা
দেশে এখন
অর্থনীতি
0

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে প্রণীত রাজস্ব অধ্যাদেশ বাতিল এবং টেকসই রাজস্ব সংস্কারসহ ৪ দাবিতে লাগাতার কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন ‘এনবিআর ঐক্য পরিষদ’। আজ (বৃহস্পতিবার, ২২ মে) সকাল থেকে অফিসে আসলেও কোনো কাজ না করে এ কর্মসূচি পালন করছেন তারা।

এছাড়াও এসব দাবি তুলে ধরে প্রধান উপদেষ্টা বরাবর দুপুর ২টায় ঐক্য পরিষদের প্রতিনিধিদল স্বারকলিপি জমা দেবেন। 

আগামী শনিবার (২৪ মে) থেকে কাস্টমস হাউস ও ল্যান্ড কাস্টমস স্টেশন ছাড়া সব ধরনের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট অফিসে পূর্ণাঙ্গ কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ২৬ মে থেকে রপ্তানি ও যাত্রীসেবা ছাড়া সব ধরনের কার্যক্রমে পূর্ণ কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মকর্তারা। 

এ ছাড়া রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক প্রস্তাবিত খসড়া এবং পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা পূর্বক প্রত্যাশী সংস্থাসমূহ, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতারাসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করার দাবি জানানো হয়।

এসএইচ