দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো দু'জনের মৃত্যু

ডেঙ্গু ছড়ানো এডিস মশার প্রতীকী ছবি
দেশে এখন
স্বাস্থ্য
0

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরো দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজনই পুরুষ।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন, যাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী।

আরো পড়ুন:

এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন নয় হাজার ২২২ জন, যার মধ্যে পাঁচ হাজার ৪২০ জন পুরুষ ও তিন হাজার ৮০২ জন নারী।

এছাড়া করোনায় নতুন করে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন।

সেজু