ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর বাইরে; জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা

হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী
স্বাস্থ্য
0

ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। ঢাকা এবং ঢাকার বাইরে ডেঙ্গু রোগী বাড়ছে সমানতালে। সামনের দিনগুলোতে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঠেকাতে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের।

আগস্টে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে হু হু করে। প্রতিদিন গড়ে শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। বিগত কয়েকদিনে হাসপাতালের চিত্র আরও ভয়াবহ হয়েছে।

তবে ডেঙ্গু এখন আর রাজধানীর মধ্যে সীমাবদ্ধ নেই। একটা সময় ছিল যখন ৮০ শতাংশের বেশি ডেঙ্গু রোগী আক্রান্ত হতো ঢাকার দুই সিটিতে। তবে চলতি বছর পাল্টে গেছে সে চিত্র। এখন ঢাকা এবং ঢাকার বাইরে রোগী বাড়ছে সমান তালে।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তের যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর তুলে ধরেছে তা বিশ্লেষণ করে দেখা যায়, পহেলা জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত আক্রান্ত ২৪ হাজার ১৮৩ জনের মধ্যে ১৮ হাজার ৮৩৭ জনই ঢাকার বাইরের বাসিন্দা। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর থেকে গ্রাম, সবপর্যায়ে স্বাস্থ্যসেবাকে বিকেন্দ্রীকরণ করার।

আরও পড়ুন:

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেন বলেন, ‘ডেঙ্গু দূর করার জন্য একদিকে যারা সনাক্ত হয়ে গেছে তাদের দ্রুত সনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে হবে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যে সম্পদ আছে তা বিকেন্দ্রীকরণ করতে হবে। আমাদের সব জায়গায় ডাক্তার প্রয়োজন নেই স্বাস্থ্যকর্মীই যথেষ্ট।’

এছাড়া মশা কিংবা রোগ নিয়ন্ত্রণের সবাইকে দায়িত্ব নেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞ। কোনো একক প্রতিষ্ঠান ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারবে না জানিয়ে বিশেষজ্ঞ ডেঙ্গুর বর্তমান অবস্থাকে জরুরি অবস্থা বলে ঘোষণা দেয়ারও পরামর্শ দেন।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষকে বললে তারা মশা নিয়ন্ত্রণের কাজকে অস্বীকার করে। আবার স্থানীয় সরকার মশা নিয়ন্ত্রণের কাজ করলে সেবাদানের কাজ করে না। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। একটি একক কর্তৃপক্ষ প্রয়োজন যারা সমন্বয় করতে পারবে।’

এফএস