যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও সিরিয়া

সুইদায় প্রবেশ পথে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন
বিদেশে এখন
0

৪ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে সুয়েইদা অঞ্চলে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরাইল ও সিরিয়া। দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যকার সংঘাতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৩ শ’র বেশি মানুষ। দ্রুজ সম্প্রদায়কে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন সিরিয়া ও ইসরাইলের সরকার প্রধান। এদিকে দামেস্কে হামলার পর তেল আবিবের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে আঙ্কারা।

গভীর রাতে সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর সুয়েইদায় অস্ত্র সজ্জিত কয়েকশ গাড়ি। তবে শহরটিতে প্রবেশের বদলে ত্যাগ করছে সিরীয় সেনারা। কারণ সিরিয়ার দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে ৪ দিনের রক্তক্ষয়ী সংঘাত নিরসনে সম্মত হয়েছে ইসরাইল ও সিরিয়া।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এক পোস্টেই পাল্টে যায় পরিস্থিতি। এক্স বার্তায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, বুধবার (১৬ জুলাই) রাত থেকেই সংঘাত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে দুইপক্ষ। প্রতিশ্রুতি রক্ষা করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংঘাতকে দুই প্রতিবেশীর ভুল বোঝাবুঝি বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এর আগে বুধবারই সিরিয়ার দ্রুজ সম্প্রদায়কে রক্ষায় ৪ দিনের সংঘাতে প্রথমবারের মতো সিরিয়ায় বিমান হামলা চালায় ইসরাইল। এতে ক্ষতিগ্রস্ত হয় দামেস্কের প্রেসিডেন্সিয়াল প্যালেস এলাকা ও সামরিক বাহিনীর সদর দপ্তর। এসময় প্রাণ হারান বেশ কয়েকজন। ইসরাইল জানায়, সিরিয়ার জিহাদি সরকারকে দক্ষিণে অগ্রসর হতে দেয়া হবে না। বিপরীতে বিমান হামলাকে সিরিয়ার নিরাপত্তা বিঘ্নিত করার ইসরাইলি কৌশল হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা বলেন, ‘দ্রুজ সম্প্রদায়কে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা আপনাদের তৃতীয় পক্ষের খেলনা হওয়া থেকে বিরত রাখতে চাইছি। জনগণকে রক্ষায় অধিকাংশ সময়ই সংগ্রাম করেছি। তাই আমরা যুদ্ধে ভয় পাই না। তবে বিশৃঙ্খলার বদলে সিরিয়ান জনগণের স্বার্থকে আমরা প্রাধান্য দিয়েছি।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিরিয়াকে আমরা বেসামরিক এলাকা হিসেবে কার্যকর রাখবো। কারণ এটি ইসরাইলের সীমান্তকে সুরক্ষা দিচ্ছে। আরেকটি লেবানন তৈরি হতে দেয়া যাবে না। তাই সিরিয়ায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।’

ইসরাইলের কার্যকলাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল হতে দেয়া যাবে না বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। জানান, ইতোমধ্যেই গোয়েন্দা সংস্থার মাধ্যমে তেল আবিবকে নিজদের অবস্থান পরিষ্কার করেছে আঙ্কারা।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ‘ইসরাইল যেভাবে গোটা অঞ্চলকে অস্থিতিশীল করছে, আমরা সেটি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ বিষয়ে আমরা সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখছি। অবশ্যই এমন বিষয় বরদাশত করা হবে না। অস্থিতিশীলতাকে মেনে নেয়া হবে না।’

যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি, ৪ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছেন সাড়ে ৩শর বেশি মানুষ।

ইএ