ব্রাজিলের পণ্যে অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক; ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রাজিল সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন। ৩০ জুলাই এক নির্বাহী আদেশে তিনি ব্রাজিল থেকে আমদানি হওয়া পণ্যের ওপর অতিরিক্ত ৪০ শতাংশ শুল্ক আরোপ করেন, যার ফলে মোট শুল্ক দাঁড়ালো ৫০ শতাংশে। প্রেসিডেন্ট ট্রাম্প এ সিদ্ধান্তকে জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা দিয়েছেন।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ব্রাজিল সরকারের সাম্প্রতিক নীতি, কর্মকাণ্ড ও বিচারিক নিপীড়ন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, বৈদেশিক নীতি ও অর্থনীতির জন্য এক অস্বাভাবিক ও গুরুতর হুমকি সৃষ্টি করেছে। বিশেষভাবে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরায়েসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধীদের দমন, সেন্সরশিপ এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর চাপ প্রয়োগের।

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, বিচারপতি দে মোরায়েস গোপনে শত শত সেন্সরশিপ আদেশ জারি করেছেন, যাতে মার্কিন কোম্পানিগুলোকে ব্রাজিলীয় ভিন্নমতাবলম্বীদের কণ্ঠরোধে বাধ্য করা হয়। এ আদেশ অমান্য করায় একাধিক কোম্পানিকে বড় অঙ্কের জরিমানা করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে; এমনকি এক মার্কিন কোম্পানির ব্রাজিলভিত্তিক সম্পত্তি জব্দও করা হয়েছে।

ব্রাজিল সরকারের এসব কর্মকাণ্ডকে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান, মতপ্রকাশের স্বাধীনতা এবং অর্থনৈতিক সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকি বলে অভিহিত করেন।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাক স্বাধীনতা এবং মার্কিন কোম্পানিগুলোর স্বাধীন ব্যবসায়ীক পরিবেশ রক্ষা করতে আমরা কঠোরতম ব্যবস্থা নিচ্ছি।’

বিবৃতিতে আরও জানানো হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ১৮ জুলাই বিচারপতি দে মোরায়েস এবং তার সহযোগী বিচারপতি ও পরিবারের সদস্যদের মার্কিন ভিসা বাতিলের নির্দেশ দিয়েছেন। এর আগে, ২৮ মে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক নীতিমালা ঘোষণা করেন, যেখানে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়, যদি তারা যুক্তরাষ্ট্রে সংরক্ষিত মতপ্রকাশের অধিকার লঙ্ঘন করে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এ ঘোষণার পর আরও অবনতি হতে পারে। তবে ট্রাম্প প্রশাসনের ভাষ্যে, এটি আমেরিকা ফার্স্ট নীতির এক বাস্তব রূপ, যেখানে দেশের স্বার্থ, নিরাপত্তা ও স্বাধীনতা সবার আগে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইতিপূর্বেও জাতীয় নিরাপত্তা ইস্যুতে চীন ও ইরানের বিরুদ্ধে শুল্ক আরোপসহ একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। এবার ব্রাজিলের বিরুদ্ধে তার এই অবস্থানকে যুক্তরাষ্ট্রের বিদেশ নীতিতে এক নতুন মাত্রা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ইএ