জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিচ্ছেন না মোদি

নরেন্দ্র মোদি
বিদেশে এখন
1

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে জাতিসংঘের সাধারণ অধিবেশন। আর ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সেখানে বক্তব্য রাখবেন বিভিন্ন দেশের সরকার প্রধান।

আজ (শুক্রবার, ৬ সেপ্টেম্বর) জাতিসংঘে প্রকাশিত বক্তাদের সংশোধিত তালিকায় দেখা যায়, নরেন্দ্র মোদি নয়, ভারতের পক্ষ থেকে ২৭ সেপ্টেম্বর বক্তব্য রাখবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এর আগের তালিকায় নাম ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

আরও পড়ুন:

সাধারণ অধিবেশনে আগামী ২৬ সেপ্টেম্বর মোদির বক্তব্য রাখার কথা ছিল। এদিন অধিবেশনে বক্তব্য রাখবেন বাংলাদেশ, পাকিস্তান, চীন ও ইসরাইলের সরকারপ্রধান।

এ বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় মোদির। সম্প্রতি রাশিয়ার কাছ থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। এর জেরেই দুই দেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

এসএস