উত্তরায় সংবাদকর্মীকে অপহরণের চেষ্টা, দুজন আটক

অপহরণকারী দলের আটককৃত দুই সদস্য
আইন ও আদালত
0

রাজধানীর উত্তরায় এক গণমাধ্যমকর্মীকে অপহরণের চেষ্টা হয়েছে। এ সময় অপহরণকারী দলের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল (রোববার, ২৭ এপ্রিল) দিবাগত রাতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা জোনের ডিসি মহিদুল ইসলাম।

ভুক্তভোগী সংবাদকর্মীর অভিযোগ, সন্ধ্যায় এক নারী তাকে কল করে ধর্ষণের কথা বলে সহযোগিতা চায়। ওই নারী তাকে নর্থ টাওয়ারের কাছে আসার কথা বললেও পরে পার্শ্ববর্তী জায়গায় নিয়ে যায়। সেখানে আনুমানিক রাত ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে এই ঘটনা ঘটে।

মেয়েটি চলে যাওয়ার সাথে সাথে একটি মাইক্রো বাসে করে আসা সাত থেকে আটজন তাকে জোর করে গাড়িতে তোলে।‌ পরে সে গাড়ির গ্লাস ভেঙে বাইরে পড়ে যায়। তার চিৎকার-চেঁচামেচিতে পুলিশ ও জনগণ গিয়ে তাকে উদ্ধার করে।

এ সময় ফয়সাল সোহেল ও ড্রাইভার জামিরুল ইসলামকে আটক করে পুলিশ, মাইক্রো বাসটিও জব্দ করা হয়। পুলিশ জানায়, এই‌ চক্রের সাথে জড়িতদের অনেক তথ্য তাদের হাতে এসেছে, স্বল্পসময়ের মধ্যে বাকিদেরও গ্রেপ্তার করা‌ হবে।

এসএস