ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং: ইরেশের মামলা প্রসঙ্গে ফারুকী

অভিনেতা ইরেশ জাকের, মোস্তফা সরয়ার ফারুকী
আইন ও আদালত
0

জুলাই আন্দোলনের শহীদ বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ৪০৮ জনের নামে একটি মামলা দায়ের করেছেন নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী। এই তালিকায় ১৫৭ নম্বর আসামি অভিনেতা ইরেশ যাকের। যদিও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলছেন, এই দায় সরকারের নয়। তবে তিনি এ-প্রসঙ্গে গভীর উদ্বেগ ও অস্বস্তির কথা জানান।

আজ (সোমবার, ২৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি জানান, মামলা করার অধিকার স্বাধীন দেশে যে কারো আছে।

তিনি জানান, এখন নিজে সরকারের অংশ, অ্যাক্টিভিস্ট নন। যে কারণে কথা কম বলে কাজ বেশি করতে চান।

উপদেষ্টা বলেন, ‘ইরেশ যাকেরকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। তিনি জুলাই আন্দোলনেও জড়িত ছিলেন। ফলে এটি ডিপলি ট্রাবলিং, ডিপলি ডিস্টার্বিং (খুবই ঝামেলার, খুবই বিরক্তিকর)। মামলা করেছেন একজন ব্যক্তি। এটি রাষ্ট্রপক্ষ কিংবা সরকারের দেয়া নয়। এখন মামলা করার স্বাধীনতা পেয়েছি সবাই। কেউ কেউ এটার অপব্যবহার করছে। আমি বিশ্বাস করি, পুলিশ এর সঠিক তদন্ত করে, যেটি সত্য সেটির পক্ষে থাকবে। আর যেটি মিথ্যা সেটি বাতিল করে দেবে।’

আনন্দ শোভাযাত্রায় স্বৈরাচারের মুখাকৃতি নিয়ে প্রশ্নের উত্তরে ফারুকী জানান, সরকারের নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সিদ্ধান্তে মোটিফ বানানো হয়েছে।

তিনি জানান, টাঙ্গাইলে অভয়ারণ্য পাঠাগার থেকে বই নিয়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নেয়া হয়েছে। বিষয়টি বর্তমানে মীমাংসিত।

কান উৎসবে যারা অংশ নেবেন, তাদের সবার খরচ সরকার বহন করবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

এবার ৭৮তম আসরে স্বল্পদৈর্ঘ্য সিনেমা বিভাগে লড়বে বাংলাদেশি সিনেমা ‘আলী’। সিনেমাটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব।

এসএস