ময়মনসিংহে ছিনতাইয়ের ঘটনায় মালামালসহ গ্রেপ্তার ৩

পুলিশি হেফাজতে গ্রেপ্তার ৩ ছিনতাইকারী
এখন জনপদে
আইন ও আদালত
0

ময়মনসিংহে অটোরিকশা আটকে ছুরি ঠেকিয়ে ব্যাংক কর্মকর্তার কাছ থেকে নগদ টাকা, মোবাইল, ডেবিট-ক্রেডিট কার্ড ছিনতাই ও কার্ড ব্যবহার করে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে ঘটনার দিন সোমবার (১৬ জুন) রাতেই গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

আজ (মঙ্গলবার, ১৭ জুন) বিকেলে পাঁচ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। 

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় অফিস শেষে বাসায় ফিরছিলেন ব্যাংক কর্মকর্তা মনিরুল হক। মাসকান্দা বাসস্ট্যান্ড পার হতেই অটোরিকশা আটকায় কয়েকজন ছিনতাইকারী। এসময় ছুরি ঠেকিয়ে ও মারধর করে মনিরুলের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয় নগদ টাকা, মোবাইল ও ডেবিট-ক্রেডিট কার্ড। সেইসঙ্গে অস্ত্রের মুখে কার্ডের পিন নিয়ে এটিএম বুথ থেকে ৫১ হাজার টাকাও তুলে নেয় তারা। 

পুলিশ আরো জানায়, এরপরে ট্রিপল-নাইনের (৯৯৯) মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই আটক করা হয় অন্তর, মিলন ও সাব্বির নামে তিন ছিনতাইকারীকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২০ হাজার টাকাসহ ছিনতাই হওয়া মালামাল। গ্রেফতারদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। 

এ ছাড়া পুলিশ জানায়, ছিনতাই রোধে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

এসএইচ