আজ (সোমবার, ১২ মে) দুপুরে ইসি সচিবালয়ে যুক্তরাষ্ট্রের নির্বাচনী সংস্থা কার্টার সেন্টারের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
কার্টার সেন্টারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে নাসির উদ্দীন বলেন, ‘নির্বাচনে পর্যবেক্ষক হওয়ার বিষয়ে কথা হয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। বৈঠকে কার্টার সেন্টার ইসির প্রতি আস্থার কথা জানিয়েছেন।’
তিনি জানান, নির্বাচনের ধারণা, রাজনৈতিক দল ও ভোটারদের অবস্থাসহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তারা নির্বাচনের প্রাথমিক বিষয়গুলো নিয়ে জানতে চেয়েছেন। নির্বাচনী পর্যবেক্ষক হতে কার্টার সেন্টার আগ্রহী। বৈঠকে ইসির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।’
সাংবাদিকদের পক্ষ থেকে এ সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল প্রসঙ্গে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাওয়া হয়।
সরকারের প্রজ্ঞাপন হাতে পেলেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে উল্লেখ করে সিইসি জানান, আওয়ামী লীগের নিবন্ধনের বিষয়ে প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে ইসি।
নাসির উদ্দীন বলেন, ‘আমরা এখনো গেজেটটি হাতে পাইনি। সরকারের গেজেট আমাদের কাছে আসলে আমরা তখন বসে সিদ্ধান্ত নেব। আমরা এখনো সিদ্ধান্ত নিতে পারি নাই, কারণ অফিসিয়াল ডকুমেন্টস না পাওয়া পর্যন্ত এক্সাক্টলি কী হয়েছে, এটা তো বলতে পারছি না।’
‘প্রজ্ঞাপন হলেই কী নিবন্ধন বাতিল করা সম্ভব’—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেটা আমরা বসে সিদ্ধান্ত নেব। আগে প্রজ্ঞাপনটা আসুক। দরকার হলে আপনারা (হাসতে হাসতে সাংবাদিকদের উদ্দেশ্য করে) একটু তদবির করে নিয়ে আসেন।’