ত্রয়োদশ সংসদ নির্বাচন: সীমানা পুনঃনির্ধারণ শুনানির দ্বিতীয় দিন শুরু

নির্বাচন কমিশনের শুনানি শুরু হয়েছে
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত দাবি ও আপত্তি নিয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ (সোমবার, ২৫ আগস্ট) সকাল ১০টায় কমিশন ভবনে শুরু হওয়া কার্যক্রমে খুলনা বিভাগের সাতটি সংসদীয় আসনের শুনানি সম্পন্ন হয়েছে।

সাতক্ষীরা ও যশোরের কিছু আসন নিয়ে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। দিনব্যাপী পর্যায়ক্রমে বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবান জেলার আসনগুলোর বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

শুনানিতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন, অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা। দিনশেষে সাতক্ষীরা, যশোর ও বাগেরহাটের বিভিন্ন আসনের সীমানা নিয়ে আইনজীবী, রাজনৈতিক নেতারা ও স্থানীয় জনগণ তাদের মতামত তুলে ধরেন।

আরও পড়ুন:

আজকের দিনে খুলনা, বরিশাল ও চট্টগ্রামের ১০ জেলার মোট ২০টি সংসদীয় আসনের শুনানি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এসএস