বিজয়পুর সীমান্তে বিজিবি-বিএসএফ বৈঠক অনুষ্ঠিত

বিজিবি-বিএসএফ বৈঠক
এখন জনপদে
দেশে এখন
0

নেত্রকোণার বিজয়পুর সীমান্তের শূন্য রেখায় সেক্টর কমান্ডার পর্যায়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুর্গাপুর উপজেলা ও ভারতের মেঘালয়ের বাগমারা সীমান্তের শূন্য রেখার মেইন পিলার ১১৫২ থেকে ভারতের ২০০ গজ অভ্যন্তরে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) ও ২০০ বিএসএফ বাগমারা সিপি ক্যাম্পের অধীনে সেক্টর পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এছাড়াও নেত্রকোণা ব্যাটালিয়ান ৩১বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামানসহ বিজিবির ১৫ জন জন প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।

অন্যদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের শিলং সেক্টর কমান্ডার ডিআইজি মনোজ কুমার বারনোয়াল। এছাড়াও ২০০ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার এসএইচ বিনোদ যাদব‌সহ বিএসএফের ২০ জনের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বৈঠকে অবৈধ পণ্যের চোরাচালান বন্ধ, মানবপাচার রোধ, সীমান্ত এলাকায় বালু উত্তোলন বন্ধ, গরু চোরাকারবার মাদকদ্রব্যসহ সীমান্তে হত্যা বন্ধে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়াও সীমান্তে ছোটখাটো যেকোনো সমস্যা বিওপি/ কোম্পানি কমান্ডার পর্যায়ে সমাধান করার মর্মে উভয় দেশ একমত পোষণ করে শান্তি সম্প্রীতি ও মঙ্গল কামনা করে শান্তিপূর্ণ ভাবে বৈঠক শেষ হয়।

নেত্রকোণা ব্যাটেলিয়ান ৩১ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম কামরুজ্জামান জানান, দুই দেশের বিজিবি বিএসএফের মধ্যে শুভেচ্ছা বিনিময় উদ্দেশেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসএস