আজ (বৃহস্পতিবার, ৮ মে) বিকেলে টাঙ্গাইলে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন-সুন্নাহ বিরোধী প্রস্তাবনা প্রতিবেদন এবং নারী কমিশন বাতিলসহ নানা দাবিতে জনসভায় এ কথা বলেন।
তিনি বলেন, '৫ আগস্টের পর আজ পর্যন্ত গলা ফাটিয়ে মা আত্মচিৎকার করছেন। মায়ের আর্তনাদ শেষ হয়নি, মুগ্ধের পানি পানি শব্দ কান থেকে যায়নি, আবু সাইদের দুই হাত প্রসারিত করে বুকে গুলি নিয়েছিলো, সেই দৃশ্যও চোখ থেকে যায়নি। আর সেখানে এক দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল ও স্টেশন দখলে নেমেছে।'
আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, 'আমাদের দেশের লাখ লাখ মানুষ পঙ্গু হয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছে। অনেকের চোখ হারিয়েছে। অনেক সাংবাদিক প্রাণ দিয়েছে। তারপরও চাঁদাবাজদের ক্ষমতায় আনলে আমাদের পুনরায় জবাই করবে। তা বাংলাদেশের জনগণ ও শিক্ষার্থীরা মেনে নিবে না। আগে প্রয়োজনীয় সংস্কার পরে জাতীয় নির্বাচন হবে।'
ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইসলামী বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নেছার উদ্দিন, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, সহ-সভাপতি মনতাছির আহমাদ, জেলা শাখার সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মুহাম্মদ আখিনুর মিয়া প্রমুখ।