‘গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়’

সালাহউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী
রাজনীতি
0

‘কেবল একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়’ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আজ (শনিবার, ৩১ মে) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় তিনি এ কথা বলেন। নির্বাচনের কথা শুনলেই নারাজ হন প্রধান উপদেষ্টা- এমন মন্তব্য করে দলটির নেতারা বলছেন, একটি গোষ্ঠী ক্ষমতা দীর্ঘায়িত করতে সংস্কারের কথা বলছে। এদিকে, আগামী সোমবার (২ জুন) আবারও বিএনপিকে বৈঠকে ডেকেছেন প্রধান উপদেষ্টা।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শিল্পকলা একাডেমিতে শনিবার আলোকচিত্র ও হস্তলিপি প্রদর্শনীর আয়োজন করে জাসাস।

এসময় বিএনপির প্রতি প্রধান উপদেষ্টার অবস্থানের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, দরকার হলে নির্বাচন আদায় করে নেয়া হবে।

জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, ৫ আগস্টের পর জন্ম নেয়া কয়েকটি দল ছাড়া সবাই নির্বাচন চায়।

আমির খসরু বলেন, ‘যাদের শক্তির মাধ্যমে একটি সরকার পরিচালিত হয়, সেই শক্তি যদি না থাকে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। এটাকে বাধাগ্রস্ত করা চলবে না। যদি কেউ বলে শুধু একটি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, এটা কি সত্য কথা? গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলছে।’

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষক দলের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, একটি কুচক্রী মহল চায় না দেশে নির্বাচন ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। তারা চায় বিদেশি প্রভুত্ববাদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যদি সংস্কারের সমস্ত প্রস্তাবের মধ্যে আমরা একমত হয়েও যদি আপনারা নিয়মিত দোষারোপ করতে থাকেন এবং দোষারোপ করতে থাকেন যে এখনও পর্যন্ত এই বিষয়ে ঐকমত্য হয়নি, তাহলে হয়নি। আমরা লিখিতভাবে বলেছি, আমরা আলোচনা করেছি কী কী বিষয়ে আমরা কাছাকাছি আসছি এবং কী কী বিষয়ে আমরা নীতিগতভাবে একমত সেগুলো একসঙ্গে করে আপনারা জাতির কাছে প্রকাশ করেন। আগামী ২ তারিখ আমাদের আবার ডেকেছে প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝি এইরকম, আনুষ্ঠানিকতা-আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কাজের কোনো খবর নেই।’

সংস্কার কমিশনের সব প্রস্তাবে সব রাজনৈতিক দলের কেন একমত হতেই হবে এমন প্রশ্ন তুলে বিএনপির এই নেতা আরও বলেন, সংস্কারের কথা বলে বিলম্বিত করা হচ্ছে জাতীয় নির্বাচন।

এসএস