বিএনপিকে ‘মাইনাস’ করার ষড়যন্ত্র শুরু হয়েছে: জয়নুল আবদিন

নারায়ণগঞ্জ
বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক
এখন জনপদে
রাজনীতি
2

বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, নির্বাচনকে প্রলম্বিত না করে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতির কারণে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দেয়ার অনুরোধ করছি। তিনি বলেন, ‘ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় করার পর বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে।’

আজ (রোববার, ১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিএনপির সকলে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেই ষড়যন্ত্রের জাল ভেদ করে ‘‘আমরা বিএনপি পরিবার’’ যেন তারেক রহমানের নেতৃত্বে সুস্থ সংগঠন তৈরি করতে পারি।’

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এখন কেউ কেউ মসনদ ছাড়তে চায় না। ৯ মাস অতিবাহিত হওয়ার পরও কেন নির্বাচনের রোডম্যাপ দেওয়া হচ্ছে না। তিন মাসে যদি সাহাবুদ্দিন নির্বাচন করতে পারে, আপনি কেন নয় মাসে পারছেন না।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা। এসময় উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতি সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শিপন, বিশিষ্ট সমাজ সেবক হাজী কমর আলী মাতব্বরসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও ব্যবসায়ীরা এসময় উপস্থিতি ছিলেন।

সেজু