'জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচনের তারিখ ঘোষণা হলে জনআকাঙ্ক্ষা পূরণ হতো'

রাজনীতি
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের পর নির্বাচনের তারিখ ঘোষণা হলে জনআকাঙ্ক্ষা পূরণ হতো। তিনি বলেন, ‘তবে সংস্কার ও বিচারকে দৃশ্যমান করে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা গেলে সরকার ঘোষিত তারিখে এনসিপির আপত্তি নেই।’

আজ (শুক্রবার, ৬ জুন) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়ায় আখতার হোসেন এ কথা বলেন!

এর আগে প্রধান উপদেষ্টা বলেন, 'বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।'

সেজু