রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি এখনও অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। নির্বাচন নিয়ে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটি দ্রুত বাস্তবায়ন করবে বলে আশা করি।’
গণতন্ত্র পরিপূর্ণ হয়নি উল্লেখ করে নেতাকর্মীদের সংগ্রাম চালিয়ে যাবার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
চলমান ডেঙ্গু ও করোনা পরিস্থিতি মোকাবেলায় জাতীয় টাস্কফোর্স করার জন্য অন্তর্বর্তী সরকারকে অনুরোধ জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচিত সরকার ক্ষমতায় এলে সবার সাথে আলাপ আলোচনা করেই দেশ পরিচালনা করবে।’