কথার ফুলঝুড়িতে নয় বিএনপি কাজে বিশ্বাসী: জাহিদ হোসেন

দিনাজপুর
ডা. এ জেড এম জাহিদ হোসেন
এখন জনপদে
রাজনীতি
0

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি সবসময় কাজে বিশ্বাস করে; কথার ফুলঝুড়িতে ভুলার দরকার নেই। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের আদিবাসীদের সংগঠন ভেবটগাড়ী ফুটবল উলুঘুটু উষার সবুজ সংঘের আয়োজনে ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের আহ্বান করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। আহ্বান করেই শুধু তিনি বসে ছিলেন না তিনি নিজেও অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে বাংলাদেশ তৈরি করেছেন।’

আরও পড়ুন:

ডা. এ জেড এম জাহিদ হোসেন আরও বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ জিয়াউর রহমানের সহধর্মিণী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্কুলে মেয়েদের বেতন মওকুফ ও খাবার দেয়ার কর্মসূচি চালু করেছিলেন।’ এর আগে ১৬টি আদিবাসী দলের অংশগ্রহণের ফুটবল খেলার উদ্বোধন করেন তিনি।

সেজু