আগের নির্বাচনগুলোর মতো ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
রাজনীতি
1

আগের বিতর্কিত নির্বাচনগুলোর মতো ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

আজ (সোমবার, ১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন আসিফ মাহমুদ।

আসিফ মাহমুদ বলেন, ‘আগের বিতর্কিত নির্বাচনগুলোর মত ঋণখেলাপীদের সুযোগ করে দেয়া হচ্ছে। ইসির পক্ষপাতমূলক আচরণ দেখতে পাচ্ছি। এতে সুষ্টু নির্বাচন কীভাবে হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘গণভোটের প্রচারণার কারণে নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করা হয়েছে। মিডিয়া ট্রায়াল করার জন্যই এটা করা হয়েছে। নিয়ম মেনে চলার পরেও উদ্দেশ্যমূলকভাবে এমন করা হয়েছে।’

এসময় রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশে এটা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি অভিযোগ করেন, সারা দেশে মার্কা দিয়ে ছবি দিয়ে পোস্টার বিলবোর্ড দিয়ে প্রচারণা চালালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না ইসি।

এছাড়া গণভোটের প্রচারণায় শোকজ পুরো নির্বাচনকেই বিতর্কিত করবে বলেও নিজের আশঙ্কার কথা জানান তিনি।

এসএইচ