পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টির দল ঘোষণা

শ্রীলঙ্কা সিরিজ জয়ের পর ট্রফি নিয়ে বাংলাদেশ দলের উদযাপনের মুহূর্ত
ক্রিকেট
এখন মাঠে
0

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কাকে সিরিজ হারানো দল নিয়েই মিরপুরে খেলবে বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাসী ছিল লিটন দাসের দল। যার ধারাবাহিকতা বজায় রাখতে অপরিবর্তীত দলেই বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট।

আগামী ২০ জুলাই মিরপুরে প্রথম ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২২ ও ২৪ জুলাই। 

সিরিজ সামনে রেখে শুক্রবার (১৮ জুলাই) থেকে প্রস্তুতি শুরু করবে সফররত পাকিস্তান। অন্যদিকে, শুক্রবার বিশ্রাম নিয়ে শনিবার (১৯ জুলাই) থেকে প্রস্তুাতি শুরু করবে লিটন দাসের দল। 

এর আগে, প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে তাদের মাটিতে সিরিজ হারিয়ে আজ (বৃহস্পতিবার, ১৭ জুলাই) সকালে ঢাকায় পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল।

এসএইচ