প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল ১০টা থেকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সদর উপজেলার ১৫টি অস্থায়ী পশুর হাটের দরপত্র বিক্রি শুরু হয়। এসময় বেলা ১১টায় কয়লাঘাট হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় লাভলু ও রুবেল নামে দুইজন ক্রেতা ও তাদের অনুসারীরা বাকবিতণ্ডা ও এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে দুপুর ১২টার দিকে একই হাটের দরপত্র কিনে বের হওয়ার সময় জাকির নামের আরেক ব্যবসায়ীর উপরও হামলা চালায় একই গ্রুপ। এরপর বিকেল ৪টার দিকে বৃষ্টির মধ্যেই ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ। এতে আরও কয়েকজন আহত হন। এসময় পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলায় কোরবানির অস্থায়ী হাটের দরপত্র জমা দেয়াকে কেন্দ্র করে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনা স্থল থেকে ১০ থেকে ১২ জনকে আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছেন হাসিনুজ্জামান।