সিলেটের দুই সীমান্ত দিয়ে ৩৯ জনকে ‘পুশ ইন’

সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো নাগরিকদের একাংশ
এখন জনপদে
0

সিলেট ও সুনামগঞ্জের দুটি সীমান্ত দিয়ে শিশুসহ ৩৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ (মঙ্গলবার, ২৪ জুন) ভোরে সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়া হয়। পরে তাদের আটক করে বিজিবির টহল সদস্যরা।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক জানান, সিলেটর মিনাটিলা বিওপি এলাকা দিয়ে ১৯ আর সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপি এলাকা দিয়ে ২০ জনসহ ৩৯ জনকে ভোরে পুশ ইন করে বিএসএফ। পরে সবাইকে আটক করে বিজিবি ।

আটকদের মধ্যে ১২ পুরুষ, ১৪ নারী ও ১৩ জন শিশু রয়েছে। এর মধ্যে ৩৮ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজনের বাড়ি পাবনা। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ইএ