হবিগঞ্জে চুরি করতে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

নিহত জনি দাশ
এখন জনপদে
2

হবিগঞ্জে ঘরে চুরি করতে ঢুকে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা, কিছুদিন আগে এসএসসি পরীক্ষা শেষ করেছে সে। তার কলেজ শিক্ষার্থী বড় ভাইকেও আহত করা হয়েছে।

নিহত জনি দাশ (১৬) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন তার বড় ভাই জীবন দাশ জয়। তিনি বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের পরিবার জানায়, ভোররাতে বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামের একটি বাড়িতে চুরির জন্য ঢোকে দুর্বৃত্তরা। এ সময় চোরকে ঝাপটে ধরে এসএসসি ফলপ্রার্থী জনি ও তার বড় ভাই।

এসময় দুজনকেই ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে ছোটভাই জনিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ সময় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান জেলার পুলিশ সুপার।

এসএস