গতকাল (বুধবার, ২ জুলাই) মধ্যরাতে নোয়াখালীর হাতিয়া থেকে প্রধান আসামি আলাউদ্দিন ও ভোলার বোরহানউদ্দিন থেকে দ্বিতীয় আসামি ফরিদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া বুধবার দুপুরে মামলার পাঁচ নম্বর আসামি মানিককে ইলিশা লঞ্চঘাট থেকে গ্রেপ্তার করে র্যাব। এ নিয়ে গৃহবধূ ধর্ষণ মামলার সাত আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে, গত সোমবার (৩০ জুন) ভোলার তজুমদ্দিনে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়। মামলায় আসামি করা হয় স্থানীয় শ্রমিকদল, যুবদল ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ সাতজনকে।