সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি: আইনজীবী শিশির মনির

কথা বলছেন আইনজীবী শিশির মনির
এখন জনপদে
1

আপিল বিভাগের আইনজীবী শিশির মনির বলেছেন, যে সমাজে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে না, সেই সমাজে গণতন্ত্র বলে কিছু নেই। সাংবাদিকদের স্বাধীনতা গণতন্ত্রের মূল ভিত্তি। আজ (শুক্রবার, ৮ আগস্ট) বিকেলে সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্যামারচর বাজারে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সাংবাদিকদের কথা বলার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে সমাজে সাংবাদিকদের স্বাধীনতা থাকবে না সেই সমাজের গণতন্ত্র বলতে কিছু নেই। গণতন্ত্রের চতুর্থ পিলার বলা হয় সাংবাদিকতাকে।’

আরও পড়ুন:

আইনজীবী শিশির মনির বলেন, ‘সাংবাদিকতা যদি সৎ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজে গণতন্ত্র শক্তিশালী হবে। গাজীপুরে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে, তার বিষয়ে আমি ঢাকা গিয়ে খোঁজ নেবো।’

তিনি আরও বলেন, ‘আমার পক্ষ থেকে যদি কোনোও সহযোগিতার সুযোগ থাকে, অবশ্যই আমি সেটি করব।’

সেজু