খুলনার ডুমুরিয়ায় ইজিবাইকে ট্রাকের ধাক্কা: তিনজনের প্রাণহানি

দুর্ঘটনায় কবলিত ইজিবাইক
এখন জনপদে
1

খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় পিকআপ ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহত ও নিহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে খুলনা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে। আজ (সোমবার, ২৫ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে খুলনা থেকে ডুমুরিয়াগামী পিকআপের সাথে খুলনাগামী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলে চালকসহ দুইজন নিহত হয়। পরে হাসপাতালে নেয়ার পথে নিহত হন আরও একজন। এ ঘটনায় আরও পাঁচ জনকে উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে। স্থানীয়রা জানায়, ডুমুরিয়াগামী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা ইজিবাইকে ধাক্কা দেয়। এসময় বিকট আওয়াজ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পরে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানাকে।

দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ এক যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় আরও পাঁচ যাত্রীকে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানার সহযোগিতায় পাঠানো হয় খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে।

আরও পড়ুন:

দুর্ঘটনার পরপরই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে ফায়ার সার্ভিসের সদস্যরা। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ শেষ করে তাৎক্ষণিক দুইজনের নিহতের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

হাসপাতালে পাঠানো পাঁচজনের মধ্যে ডুমুরিয়া সদর হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক শিশুসহ চারজন। এ ঘটনায় নিহত সকলের বাড়ি খুলনার ডুমুরিয়া এলাকায়।

এসএস