আওয়ামী লীগের সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার

নাঈমুর রহমান দুর্জয়
অপরাধ
2

মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ (বুধবার, ২ জুলাই) রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে ডিবি।

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারের সময় দুর্জয় লালমাটিয়ার একটি বাসায় অবস্থান করছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

দুর্জয়ের বিরুদ্ধে দুটো মামলা রয়েছে বলে জানান মানিকগঞ্জের এসপি ইয়াছমিন খাতুন। এর আগে দুর্নীতি দমন কমিশনের মামলায় তাকে সস্ত্রীক দেশত্যাগের নিষেধাজ্ঞা দেয় আদালত। তার ফ্ল্যাট-গাড়ি জব্দ এবং ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়।

নাঈমুর রহমান দুর্জয় জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে ২০১৪ ও ২০১৮ সালে ওই আসন থেকে এমপি নির্বাচিত হন।

তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।

এসএস