আজ (রোববার, ১৩ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে সিলেটের কাজির বাজারের শাপলা রেস্তোরাঁয় স্থানীয় বাসিন্দা আব্বাস মিয়া চা পানের জন্য প্রবেশ করেন। হোটেলের কর্মচারী রুমন ‘চা দিতে দেরি হবে’ বলায় তার সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। প্রথম দিকে রেস্তোরাঁর মালিক মীমাংসা করে দিলেও কিছুক্ষণ পরে আব্বাস মিয়া তার পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে হামলা চালায়।
সিলেটের শাপলা রেস্তোরাঁর মালিক নিরঞ্জন ঘোষ বলেন, ‘আমারে বলে, সরে যা। এরপর ঠেলা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তারা ভেতরে প্রবেশ করে। এরপর তাকে ফেলে ছুরি দিয়ে আঘাত করা হয়। একটা মানুষ আরেক মানুষের সঙ্গে এরকম নিষ্ঠুরতা করতে পারে না।’
আহত অবস্থায় রুমনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এমন মৃত্যুতে শোকাহত তার পরিবারসহ এলাকাবাসীরা। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে তাৎক্ষণিক অভিযান শুরু করা হয়েছে।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এসএমপি সাইফুল ইসলাম বলেন, ‘উক্ত ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এরই মধ্যে মামলার মূল আসামি আব্বাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।’ তবে নগরবাসীরা জানান, তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার জেরে দিনে-দুপুরে এমন হত্যাকাণ্ডে শঙ্কিত তারা।