নিহত রোজিনা আক্তার (৩৫) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকার আব্দুল লতিফের স্ত্রী এবং একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। ঘটনার পরপরই ঘাতক স্বামী ওই এলাকার খবির উদ্দিনের ছেলে আব্দুল লতিফ (৪৬) পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। এক সপ্তাহ আগে এনিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে রোজিনা বাবার বাড়ি চলে যান। গতকাল (রোববার, ১৭ আগস্ট আপোস মিমাংসার মাধ্যমে লতিফ রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে নিয়ে আসে। সোমবার দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এসময় বিকেলে লতিফ বসতঘরের খাটে শুয়ে থাকা স্ত্রী রোজিনাকে কুড়াল দিয়ে গলায় কুপ দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপরই ঘাতক স্বামী পালিয়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’