শেরপুরে ভারতীয় রুপিসহ একজন গ্রেপ্তার

গ্রেপ্তার হওয়া শাহাজাদা
এখন জনপদে
অপরাধ
1

শেরপুরের নালিতাবাড়ীতে ৭৫ হাজার ভারতীয় রুপিসহ শাহাজাদা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দুপুর ২টায় তাকে শেরপুর আদালতে সোপর্দ করে পুলিশ।

এর আগে গতকাল (বুধবার, ২৭ আগস্ট) বিকেল ৫টায় নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহাজাদা শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার ইসমাইল আকন্দের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের উত্তরবন্দ এলাকায় অভিযান চালিয়ে শাহাজাদাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭৫ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

আরও পড়ুন:

এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘৭৫ হাজার ভারতীয় রুপিসহ গ্রেপ্তার শাহাজাদার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আজ দুপুরে তাকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। পরে আদালত শাহাজাদার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।’

এসএস