এদিকে, পুতিনের দাবি ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। এমন অবস্থায় ৩ দিনের রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।
যুদ্ধ বন্ধ নিয়ে কিছুতেই সমঝোতায় আসছে না রাশিয়া ও ইউক্রেন। সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো ও জরুরি পরিষেবায়ও হামলা অব্যাহত রেখেছে দুই পক্ষ। গেল রোববার মস্কোর বিরুদ্ধে আড়াইশর বেশি সম্মুখ যুদ্ধের কথা জানিয়েছে কিয়েভ। এদিকে, রোববার একদিনেই ইউক্রেনের ১৪৬টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ক্রেমলিন।
এর মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারে উস্কানি দিচ্ছে পশ্চিমারা। এমন অভিযোগ তুলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুদ্ধ জয়ের জন্য রাশিয়ার যথেষ্ঠ সক্ষমতা ও সম্পদ আছে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন নেই। মস্কো কারও প্ররোচনায় ভুল পথে পা দেবে না বলেও মন্তব্য করেন পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘ইউক্রেনের মিত্ররা রাশিয়াকে উত্তেজিত করার চেষ্টা করেছে। তারা চেয়েছিল মস্কো ভুল পথে পা বাড়াক। যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই। ২০২২ সালে শুরু হওয়া যুদ্ধে কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছতে যথেষ্ট শক্তি ও সামর্থ্য রাশিয়ার আছে।’
এদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, যেকোনো মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব। তবে রাশিয়ার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবে একবিন্দু ভরসা নেই তার। চেক প্রজাতন্ত্র সফরে গিয়ে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে রাশিয়ার ওপর চাপ প্রয়োগে মিত্রদের প্রতি আহ্বান জানান জেলেনস্কি। চলতি বছরে মিত্র ও অংশীদারদের কাছ থেকে ৩০ লাখ কামানের গোলা পাবার আশা করছে ইউক্রেন।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন শক্তিশালী হলে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা যাবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের হাতে সব ধরনের সহায়তার হাতিয়ার রয়েছে। তাদের সঙ্গে জোট বজায় রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইউক্রেন। রাশিয়াকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য করতে হবে। জোটের মিত্ররা রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে পারে।’
ইউক্রেন শক্তিশালী হলে যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করা যাবে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের হাতে সব ধরনের সহায়তার হাতিয়ার রয়েছে। তাদের সঙ্গে জোট বজায় রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইউক্রেন। রাশিয়াকে পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে একমত হতে বাধ্য করতে হবে। জোটের মিত্ররা রাশিয়ার ওপর এ বিষয়ে চাপ প্রয়োগ করতে পারে।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজের মসনদে বসার পর থেকেই রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনা কমাতে উঠেপড়ে লেগেছেন। তবে, দুই পক্ষকে ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হলেও, হাল ছাড়ছেন না ট্রাম্প। যুদ্ধবিরতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে দাবি তার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গেল কয়েক সপ্তাহ ধরে রাশিয়া ও ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু ভালো আলোচনা হয়েছে। দুই পক্ষের মধ্যে নানা বিষয়ে প্রচুর বিদ্বেষ তৈরি হয়েছে। এমনকি সামরিক কমান্ডারদের মধ্যেও বৈরি সম্পর্ক বজায় আছে। এসব বিষয় নিরসরন নিয়ে কথা হয়েছে।’
দুই পক্ষের চলমান উত্তেজনার মধ্যেই আগামী ৭ মে তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এসময় তিনি মস্কোতে বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নেয়ার পাশাপাশি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বৈঠক করবেন। দ্বিপাক্ষিক চুক্তিসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক উত্তেজনার বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। ২০২২ সালে যুদ্ধ শুরুর পর রাশিয়ায় এটি শি জিনপিংয়ের তৃতীয় সফর।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে ৮ মে থেকে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন পুতিন। মূল অনুষ্ঠান হবে আগামী ৯ মে।